পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
পরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস এবং পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জামিনুর ইসলাম ও পূর্ণ চন্দ্র মণ্ডল সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ এবং সততা সংঘের সদস্য তুরানি আক্তার রাসা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন প্রমুখ।