উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে চাষীদের মাঝে বোরো মৌসুমের লবণ ও খরা সহনশীল ধান ও সবজি বীজ এবং জৈবসার বিতরণ করেছে বেসরকারি সংস্থা লিডার্স।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের আর্থিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম প্রকল্পের আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে লিডার্স এর প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ১০৯৩ জন কৃষকের মাঝে লবণ ও খরা
সহনশীল ৩১০০ কেজি ধানবীজ, ১০৯৩০ কেজি জৈবসার ও সবজিবীজ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ৭নং
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নিপা চক্রবর্তী, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন ও প্রধান হিসাবরক্ষক মোঃ রায়হান কবির।