ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যােগ বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের নিউমার্কেট মোড় থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আব্দুল আলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক আহবায়ক আবু জাহিদ ডাবলু প্রমুখ।