স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। সেই গেরো খোলার লক্ষ্য নিয়েই কিছুক্ষণ পরই প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা।
তার আগে ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর টোটকা দিলেন তামিম ইকবাল। জানালেন, নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নতুন বল।
তিনি বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তাসকিনের ৪ ওভার এবং মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ। তারা (দক্ষিণ আফ্রিকার ব্যাটার) হয়ত রান করেনি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপদজনক ব্যাটার। ’
‘আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না কারণ ডি কক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে। তাসকিন ভালো বোলিং করছে। সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে। অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে। ’