সোমবার , ২০ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ সম্পন্ন, প্রতিযোগিতায় তালতলা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রতিবেদক
the editors
মার্চ ২০, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ১৩নং লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল ও সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়, জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পি সেন্টার স্কুল ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা।

ভলিবল প্রতিযোগিতায় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!