শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২১, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় সাতক্ষীরায় শুক্রবার দিবাগত গভীর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একদিকে প্রচণ্ড শীত, অন্যদিকে টানা গুঁড়ি গুঁড়িতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ।

রাত থেকে শনিবার বিকাল অবধি বৃষ্টি হওয়ায় দিনমজুর, রিকশাচালক এবং ভ্যানচালকরা কাজে বের হতে পারেননি। শহরের বাজারগুলোতেও ক্রেতাদের উপস্থিতি কম ছিল। যা ব্যবসায়ীদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা অর্পণ বসু জানান, হঠাৎ বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বের হতে পারেননি। এছাড়া কৃষকদের ধান শুকানোর কাজও বাধাগ্রস্ত হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, আজ জেলায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!