ডেস্ক রিপোর্ট: তালায় আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্টে ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।
এর আগে প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
টুর্নামেন্টটি মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুবসমাজের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে।