ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মুহাম্মদ হোসেন মিলনায়তনে ম্যানেজিং কমিটির সাবেক বিদ্যোৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহীদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, সহকারী শিক্ষক আবুল হাসান, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, রমেশ সরদার, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক, মো. মুকুল হোসেন, আল-মামুন প্রমুখ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।