ডেস্ক রিপোর্ট: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম আব্দুর রকিব, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদ, জিজিকে ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, ইকবাল অমি, শাহীন রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।