ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মার্চ) উপজেলার নীলডুমুরে বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে ‘সকলের অংশগ্রহণে,বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ প্রতিপাদ্যে সুন্দরবন পশ্চিম বন বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াবেকী কলেজের জীববিজ্ঞানের প্রভাষক নুর মোহাম্মদ বুলবুল ও নৌপুলিশের এসআই সাখায়াত হোসেন।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু মানুষের জীবন-জীবিকার উৎস নয়, এটা বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। সুন্দরবনকে বাঁচাতে হলে সুন্দরবনের বন্যপ্রাণীদের বাঁচতে দিতে হবে।
এসময় জীব-বৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণীর প্রতি সকলকে সদয় আচরণ করার আহ্বান জানানো হয়।