ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত বরণ ও পিঠা উৎসব। তবে, পিঠা নয়, এ উৎসবের প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) নিজ ইউনিয়নের বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এই উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এ.কে.এম হাসানুজ্জামান ও মোহাম্মদ ইকবাল হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক এম. আব্দুল হাকিম সরদার, প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী, হীরালাল সরকার, অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক সত্য রঞ্জন বিশ্বাস, ইউপি সদস্য এনামুল হক (এনাম), সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সরদার, বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা পারভীন, কিশোরী মোহন প্রমুখ।
উৎসবে গ্রামীণ ঐতিহ্যের নানা প্রকার পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।