জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী ভিত্তিতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের নেতৃবৃন্দ।
বুধবার (২৯ মার্চ) বিকালে সাতক্ষীরার উন্নয়ন সংগঠন স্বদেশ’র সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়।
ফোরামের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, নিত্যানন্দ সরকার প্রমুখ।
সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, উপকূলে দুর্যোগ শুরু হয়েছে। সম্প্রতি ঝড়ে কৈখালী ও রমজাননগর ইউনিয়নে ব্যাপক ক্ষতি করেছে। এই দুর্যোগের আগে বেড়িবাঁধ সংস্কার করা উচিত ছিল কিন্তু সরকারি কোন উদ্যোগ দেখা যায়নি। গাবুরা ইউনিয়নে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ টিকে থাকবে না।
এখনই জরুরী ভিত্তিতে উপকূলের সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি