শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাগরে লঘুচাপ, শনিবারও সারাদেশে বৃষ্টির আভাস

প্রতিবেদক
the editors
অক্টোবর ৪, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল শনিবারও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে সংস্থাটি জানিয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী রোববার থেকে ঢাকা, রংপুর ও উপকূলীয় জেলায় বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে এদিন রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার দিনভর ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!