ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো বাড়ি বা প্রতিষ্ঠান ভাঙচুর বা মব জাস্টিসের পক্ষে নয় এবং এ ধরনের কার্যকলাপও সমর্থন করেন না।
শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ছাত্র জনতার উদ্দেশ্যে এই বার্তা দেন।
এতে আরাফাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে অনৈতিক কার্যক্রমের দায়ভার সাতক্ষীরা বা সংগঠনের ওপর বর্তাবে না। তিনি আরও বলেন, যারা এমন কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই বার্তার মাধ্যমে আরাফাত হোসাইন দৃঢ়ভাবে সমাজের প্রতি সংগঠনের দায়িত্ব ও নৈতিক অবস্থান তুলে ধরেছেন। তিনি ছাত্রদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আন্দোলনের প্রতি আহ্বান জানিয়েছেন।