কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এসময় খুলনার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারি মাসে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রাখা এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।