আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের ঝাপসী খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বনবিভাগ।
শনিবার (২০ মে) দুপুরে আটক জেলেদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৯ মে) বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসী খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন- খুলনার কয়রার মোঃ আবুল মোড়ল (৪২) ও মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মোঃ নুরুল গাজী (৫২)।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসী টহল ফাড়ির ঝাপসী খালের আগায় বিষ ছিটিয়ে তারা মাছ শিকার করছিল। এসময় নিয়মিত টহলে থাকা ঝাপসি টহল ফাঁড়ির বন রক্ষীরা তাদের ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে দুইটি বিষের বোতল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।