ডেস্ক রিপোর্ট: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলারোয়ার পুরনো বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বাস মার্কেটে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে অবিলম্বে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
মিছিলে কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, শেখ রাব্বি হোসেন, কলারোয়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্স মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ ফয়সাল কবির, সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহানুর রহমান আকাশসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।