মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘পীর’ মিজান গ্রেপ্তার

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর:সাতক্ষীরার শ্যামনগরের ভণ্ড ‘পীর’ খ্যাত মোঃ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে নিজ আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার সাগরেদ ও জামাতা মোঃ আবু নাইমকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে প্রতারণাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে শ্যামনগরের শংকরকাঠি গ্রামের সিদ্দিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ২০।

গ্রেপ্তার মিজানুর রহমান শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দীনদার গাজীর ছেলে এবং আবু নাইম শরীয়তপুরের সখিপুর থানার মোল্যাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে।

মিজানুর রহমানের বিরুদ্ধে নিজেকে আল্লাহ পাকের কুতুব ও ওলি দাবি করে মানুষের অন্তঃচক্ষু খুলে দেয়ার নামে অসংখ্য মানুষের থেকে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে।

এর আগে মিজানকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে গত শুক্রবার তার আস্তানা গুড়িয়ে দিতে কয়েকশ মানুষ আস্তানা অভিমুখে পদযাত্রা করেছিল। একপর্যায়ে পুলিশ ও সেনাবহিনীর বাধার মুখে রক্ষা পায় তারা। এসময় উপজেলা ওলামা পরিষদের নেতৃবৃন্দ মিজানকে আইনের আওতায় আনতে তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছিল।

মামলার বাদী সিদ্দিকুল ইসলাম জানান, মিজানের নির্দেশনায় তার জামাতা আবু নাইম শরীয়তের মানদণ্ডে ওলিগণের হালত নামীয় একটি বই প্রকাশ করে। উক্ত বইয়ের বিভিন্ন অংশে আল্লাহ পাক ও তার রাসুল (সঃ) এর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৬ সালে প্রকাশিত উক্ত বইয়ে দাবি করা হয়েছে আল্লাহ পাকের সাথে মানুষের কথা হয়, বান্দার ইচ্ছায় আল্লাহ পাক অনেক সময় নিজের হুকুম পরিবর্তন করেন- এমন নানান উক্তি।

তিনি আরও অভিযোগ করেন নিজেকে ক্রস ফায়ারের আসামি দাবি করে মিজান আরও অনেকের মত তার নিকট থেকে তিন লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা চাইলে ‘মাওলা দিচ্ছে না’ জানিয়ে টালবাহানা শুরু করে পরবর্তীতে তাড়িয়ে দিয়েছিল।

এদিকে, মিজানকে একজন প্রতারক দাবি করে তাকে আইনের আওতায় নেয়ার আহবান জানিয়ে সোমবার দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চাঁদপুর জেলার মহামায়াবাজারের বেলায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন, শরিয়তপুরের সখিপুর থানার মাঝিকান্দি গ্রামের মৃত বশির আহম্মেদের ছেলে জাফর আহম্মদ ও ঢাকা পল্লবীর রুপনগর টিনসেড এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুল হালিম।

তারা নিজেদের ভুক্তভোগী দাবি করে জানান, আল্লাহ পাকের ওলি বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সাত বছর তার আস্তানায় থাকতে বাধ্য করেন। এসময় অন্তঃচক্ষু খুলে দেয়াসহ আল্লাহ পাকের দিদার লাভের কথা বলে তাদের সাথে প্রতারণা করা হয়। নানা অজুহাতে মানুষের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ‘মাওলা’ তাকে দিয়েছে দাবি করার পাশাপাশি মহান আল্লাহ পাকের সাথে তার নিয়মিত কথা হয় বলেও মিজান দাবি করেছিল। নিজের ছেলে ইউসুফকে রাসুলের জামাতা দাবি করার পাশাপাশি তিনি আজগুবি বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন বলেও উক্ত সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, সিদ্দিকুল ইসলামের দায়েরকৃত মামলার আসামি হিসেবে মিজানুর রহমান ও আবু নাইমকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ‘ভণ্ড’ পীর মিজানকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শ্যামনগরে আনন্দ মিছিল করেছে করেছে সাধারণ মানুষ। আনন্দ মিছিলে তার আস্তানার পার্শ্ববর্তী এলাকার মানুষসহ উপজেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ, আলেম ও ওলামারা অংশ নেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

একমাত্র সুশৃঙ্খল বাহিনী হিসেবে সব ডিপার্টমেন্টে কাজ করে আনসার: ফজলে রাব্বী

’৭২ ও ’৯১-এর মতো গত তিন মাসেও আশাভঙ্গের লক্ষণ দেখা যাচ্ছে: আনু মুহাম্মদ

পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হা ম লা য় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শক্তিধর দেশের রাষ্ট্রনায়করা শেখ হাসিনার প্রশংসা করেছেন: কাদের

ধরা পড়ে কাদের ও কামালের ওপর দোষ চাপালেন আনিসুল হক

মারুফার আগুনে ভারতকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় বাংলাদেশের সাকিব জামাল

জার্সিতে ১৯৯৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনলো নিউজিল্যান্ড

error: Content is protected !!
preload imagepreload image