Monday , 24 February 2025 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বিএনপি’র জনসভা সফলে শ্যামনগরে বিএনপির গণসংযোগ

প্রতিবেদক
admin
February 24, 2025 6:56 pm

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপি আহুত জনসভা সফলে শ্যামনগরে গণসংযোগ করেছেন নেতা-কর্মীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দলটির নেতা-কর্মীরা শ্যামনগরের হাট-বাজার ও দোকানে দোকানে গিয়ে গণসংযোগ করেন।

এ ছাড়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ‘চল চল সাতক্ষীরা চল, সমাবেশ সফল কর’ স্লোগানে মিছিল করছেন। আগামীকাল ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই জনসভা অনুষ্ঠিত হবে।

সকালে শ্যামনগরের নকিপুর বাজার এলাকা থেকে গণসংযোগসহ প্রচারাভিযানে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ নির্বাচনী এলাকার টিম প্রধান ড. মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক জি.এম সোলাইমান কবীর, সদস্য সচিব গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শেখ লিয়াকত আলী, সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ নূরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মতলেব হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, সদর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফরিদুজ্জামান, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, মুন্সিগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের প্রমুখ।

গণসংযোগ ও প্রচারাভিযানে অংশ নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির দ্য এডিটরসকে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় শ্যামনগর উপজেলার নেতাকর্মী ছাড়াও জেলার সর্বস্তরের লক্ষাধিক জনগণের অংশগ্রহণে সমাবেশটি মহাসমাবেশে রূপ নেবে।

সর্বশেষ - জাতীয়