কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় স্থানীয় অভিযোজন কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের আওতায় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সিনিয়র প্রজেক্ট অফিসার ও কয়রার ইনচার্জ মোঃ জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি অফিসার তরুণ রায়।আরও বক্তব্য রাখেন ইকরা প্রকল্পের সহকারী প্রজেক্ট অফিসার তৈয়বুর রহমান, মোঃ বাশিরুল ইসলাম, কুদরত উল্যাহ ফারুক বিজু, উপজেলা ইয়ুথ নেটের সদস্য নিরাপদ মুন্ডা, রাসেল আহমেদ, স্থানীয় উপকারভোগী সদস্য সাইদুল কবির হিরক, ইদ্রসুর রহমান, সালমান নাস, নুরুন্নাহার খাতুন, আঞ্জুয়ারা খানম প্রমুখ।
মাঠ দিবসে কৃষকরা জানান, তারা এই প্রথম বস্তা পদ্ধতিতে চাষাবাদ করে আদার ভাল ফলন পেয়েছেন।