ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার প্রান্তি, জাতীয় নারী দলের বক্সার আফরা খন্দকার প্রাপ্তি ও বাংলাদেশ জাতীয় দলের শ্যুটার জাফিরাহ খানম জ্যোতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন ও মীর তাজুল ইসলাম রিপন, ক্রীড়া ব্যক্তিত্ব খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন, সোহানা রুম্মন, জেসমিন চৌধুরী প্রমুখ।