শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কেরোসিন তেল কি নাপাক?

প্রতিবেদক
the editors
মার্চ ১৬, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ

ইসলাম ডেস্ক: আমাদের দেশে অনেকে মনে করেন কেরাসিন তেল নাপাক। এ ধারণা ঠিক নয়। কেরোসিন তেল নাপাক নয়। অন্য কোনো নাপাক মিশ্রিত না হলে কেরোসিন তেল শরীরে বা কাপড়ে লাগলে শরীর ও কাপড় নাপাক হবে না।

তবে কেরাসিন তেল যেহেতু বেশ দুর্গন্ধযুক্ত তাই একান্ত প্রয়োজন ছাড়া কেরাসিন তেল মসজিদে নেওয়া বা মাকরুহ এবং কেরাসিন তেল কোনো পোশাকে লাগলে ওই পোশাক পরে নামাজ পড়া অনুত্তম। কোনো প্রয়োজনে মসজিদে কেরাসিন তেল নিতে হলে সাবধান থাকা দরকার যেন জায়নামাজ বা নামাজের জায়গায় কেরাসিন তেল না পড়ে।

কেরাসিন তেল যেহেতু নাপাক নয়, তাই কেরাসিন তেল লেগেছে এমন পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কেরাসিন তেল পড়া জায়নামাজে নামাজের ক্ষেত্রেই একই হুকুম।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!