সুলতান শাহাজান, শ্যামনগর: ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র সমাজ ও তৌহিদী জনতা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শ্যামনগর থানা জামে মসজিদের সামনে থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি থানা জামে মসজিদের সামনে থেকে নকিপুর বাজারের সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সমবেত হয়।
বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভ মিছিল শেষে শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র-জনতা ও তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের সকল মুসলিমদের একত্রিত হতে হবে।
বক্তারা আরো বলেন, ‘বারবার তারা আমাদের ভাইদের ওপর কিছুদিন পর পর হামলা করে, ছোট্ট শিশুদের রক্ত ঝরায়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের সব মুসলমানদের একত্র হয়ে, ইসরাইল নামক সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।
এছাড়াও বক্তারা ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ফিলিস্তিন ইস্যু এক দীর্ঘস্থায়ী মানবিক সংকট, যা প্রায় সাত দশক ধরে চলে আসছে। অথচ ফিলিস্তিন সংকটে জাতিসংঘ যেন নীরব দর্শক ভূমিকা পালন করছে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শ্যামনগর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।