ডেস্ক রিপোর্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান একুশের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. আবুল হাসান, মো. মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল প্রমুখ।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাত ফেরী, প্রভাতফেরী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও বিদ্যালয় চত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোবাশশ্বেরুর রহমান।