কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার তরুন রায়, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, ডিএম নুরুল ইসলাম, ইউআরসি মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক এসএমএ রউফ, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এস এম নুরুল আমিন নাহিন, ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী প্রমুখ।