বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাছনিম রহমান তিশাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিপন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিশার পিতা জিয়াউর রহমান মিশন বাদী হয়ে রিপনসহ ৩ জনকে আসামি করে বুধবার সকালে সদর থানায় এজাহার দাখিল করেছেন।
এ মামলার অন্যান্য আসামিরা হলেন শহরের টিভি সেন্টারের পেছনের বাসিন্দা শামসুর রহমান এবং তার ছেলে রাজ।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, শহরের বাস টার্মিনালের পেছনের বাসিন্দা জিয়াউর রহমানের মেয়ে তাছনিম রহমান তিশা প্রতিদিন স্কুলে ও কোচিংয়ে যাওয়ার পথে একই এলাকার জনৈক রাজ তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। এঘটনার জের ধরে রাজের পরিবারকে সতর্ক করা হলেও কার্যত বেপরোয়া ছিল রাজ। অবশেষে মঙ্গলবার রাতে তিশা নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে একটি গোপন মোবাইল জব্দ করা হয়েছে। মোবাইলের সূত্রধরে রিপন নামের অপর এক যুবককে রাতেই আটক করে পুলিশ। এ ঘটনায় তিশার পিতা জিয়াউর রহমান মিশন বাদী হয়ে রাজ ও রিপনসহ ৩ জনকে আসামি করে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। তিনি আরো জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!