সোমবার , ২৯ মে ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

প্রতিবেদক
the editors
মে ২৯, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে ‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আরএমও ডা. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মিলন হোসেন, ইউনিসেফ কর্মকর্তা ডা. রাকিব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মন্ডল ভূপতি, পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, সিনিয়র স্টাফ নার্স মুর্শিদা খানম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা বিপ্লব তফরাদার, মোঃ মোক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এএনসি কেয়ারের মাধ্যমে মায়ের স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে পরামর্শ দিতে হবে ও দ্রুত সুস্থতা নিশ্চিত করতে হবে। সেই সাথে পুষ্টিকর খাদ্য নিয়ে ভাবতে হবে। মাতৃত্বকালীন সময়ে পুষ্টিকর খাবার ও বিশ্রাম গ্ৰহণ করতে হবে।

ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এস ডি আর আর ও নবযাত্রা-২ প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ এসব কর্মসূচির আয়োজন করে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!