বিলাল হোসেন: শ্যামনগরে সিসিডিবির বাস্তবায়নে ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির আর্থিক সহায়তায় পানি সেচের সমস্যা সমাধানে পুকুর খনন কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে বনবিবিতলা গ্রামে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কৃষি ক্ষেত্রে অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শুকনো মৌসুমে বসতভিটায় সবজি চাষ ও ধান চাষের পানি সেচের সমস্যা নিরসনে মোঃ আবু মুসা সরদারের পুকুর খনন কাজ উদ্বোধন করা হয়।
খনন কাজ উদ্বোধন করেন বনবিবিতলা সিসিআরসি সংগঠনের সম্পাদক মোঃ সাইফুদ্দীন লস্কর, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণেন্দু রায়, ক্যাশিয়ার ইজাজ আহম্মেদসহ সিসিডিবির হিসাব রক্ষক মিসেস ন্যান্সি বিশ্বাস, মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার, দিল আফরোজ ও কংকন বৈরাগী।
পুকুর খননের ফলে স্থানীয় কৃষকেরা চাষাবাদে সেচ সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।