সুলতান শাহাজান, শ্যামনগর: দেশের সর্ব দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রায় সাড়ে চার লক্ষ মানুষের চিকিৎসা সেবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শ্যামনগর উপজেলাসহ পার্শ্ববর্তী কালিগঞ্জ, আশাশুনি ও খুলনার কয়রা উপজেলার মানুষও চিকিৎসা নিতে আসেন হাসপাতালটিতে।
অথচ চিকিৎসক সংকট, ভবন সংকট, আধুনিক চিকিৎসাযন্ত্র সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও দালালদের দৌরাত্ম্যসহ বিভিন্ন সংকটে ভুগছে হাসপাতালটি। এতে চিকিৎসা সেবার মৌলিক অধিকারটুকুও নিশ্চিত হচ্ছে না তাদের।
চিকিৎসক সংকট
সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রকট। শ্যামনগর উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র মিলে ৩৩ জন চিকিৎসকের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন। এরমধ্যে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি চিকিৎসকের পদ থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারসহ কর্মরত রয়েছেন মাত্র আটজন চিকিৎসক। দীর্ঘদিন ধরেই শূন্য রয়েছে ১৩টি চিকিৎসকের পদ।
শূন্য পদগুলোর মধ্যে কনিষ্ঠ বিশেষজ্ঞের ৯টি পদ (সার্জারি, অ্যানেসথেসিয়া, মেডিসিন, শিশু, অর্থপেডিক্স, চর্ম ও যৌন, চক্ষু, ইএনটি, কার্ডিওলজি), দুইটি মেডিকেল অফিসার, ১টি ডেন্টাল সার্জন ও একজন মেডিকেল অফিসারের (হোমিও) পদ উল্লেখযোগ্য।
বর্তমানে কর্মরত মাত্র আটজন চিকিৎসক দিয়েই প্রতিদিন বহির্বিভাগের পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চিকিৎসকের নাগাল পাচ্ছেন না অনেকে। আবার অনেক রোগীই চিকিৎসকদের কাছে পৌঁছানোর আগেই দালালের খপ্পরে পড়ে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে চলে যাচ্ছে।
হাসপাতালটিতে সেবা নিতে আসা কয়েকজন জানান, দীর্ঘ লাইনের কারণে টিকিট কাউন্টার থেকে টিকেট নিতেই এক থেকে দেড় ঘন্টা ঘণ্টা লাগে, এরপর ডাক্তার দেখাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড়দলা গ্রাম থেকে আসা নবীরননেচ্ছা (৫৫) জানান, সকাল ৯টায় হাসপাতালে পৌঁছালেও দুপুর ১টা পর্যন্ত চিকিৎসকের নাগাল পাননি তিনি।
ভবন ও বেড সংকট
৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি তিন বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন অন্য ভবনগুলোতে মাত্র ২৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। আরেকটি ভবনের উপরে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মূল ভবন পরিত্যক্ত হওয়ায় ইওসির (জরুরি প্রসূতিসেবা কার্যক্রম) ভবনের বারান্দায় শিশু ওয়ার্ডের কার্যক্রম চলছে। এই ওয়ার্ডে আটটি শয্যা আছে। প্রশাসনিক ভবনের দোতলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কক্ষটি বাদ রেখে অবশিষ্ট ছোট আয়তনের চার কেবিনকে পরিণত করা হয়েছে নারী ও পুরুষ রোগীদের ওয়ার্ডে। জোড়াতালি দিয়ে ২৫টি শয্যার ব্যবস্থা করা হলেও হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসা কয়েকশ রোগীর মধ্যে গড়ে প্রতিদিন ভর্তি হন ৭০-৮০ জন। হাসপাতারের বারান্দায় ও মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন তারা।
অকেজো হয়ে পড়ে আছে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী জানান, এক্স-রে যন্ত্রটি দুই বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। সার্বক্ষণিক অ্যানেসথেটিস্ট না থাকায় হয় না নিয়মিত অস্ত্রোপচারও। আলট্রাসনোগ্রাম থাকলেও তা চালু করা হয়নি। নার্সদের জন্য নির্ধারিত ডরমেটরির দুইটি কক্ষ নিয়ে জরুরি বিভাগের কার্যক্রম পরিচালিত হলেও কনফারেন্স, প্রশিক্ষণসহ টিকাদানের মতো অন্যান্য জরুরি কাজ চলছে অস্থায়ীভাবে নির্মিত টিনশেডে।
এছাড়াও হাসপাতালটিতে সব ধরনের যন্ত্রপাতি থাকার পরেও শুধুমাত্র অ্যানেস্থেসিয়া চিকিৎসকের অভাবে চার মাসেরও বেশি সময় ধরে তালাবদ্ধ হয়ে পড়ে আছে অপারেশন থিয়েটার।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, অপারেশন থিয়েটার সংশ্লিষ্ট বেশ কয়েকটি কক্ষে তালা ঝুলছে। সেখানে জরুরি প্রসূতি সেবাসহ (ইএমওসি) সব ধরণের অপারেশন (অস্ত্রপচার) কার্যক্রম বন্ধ আছে।
প্রাইভেট ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের দালালের কাছে জিম্মি রোগীরা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সংকটকে কাজে লাগিয়ে রমরমা বাণিজ্য করছে প্রাইভেট ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো। হাসপাতালের আশে পাশেই গড়ে উঠেছে অন্তত ৩৫টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের পোষা দালালদের দ্বারা প্রভাবিত হয়ে চিকিৎসা সেবা নিতে গিয়ে প্রতারিত হচ্ছেন রোগীরা।
দালালচক্র হাসপাতালের বিভিন্ন ফটকে দাঁড়িয়ে থেকে গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের মাধ্যমে হয়রানি করে।
রোগীর স্বজনদের অভিযোগ- টিকিট কাউন্টার, জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় দালালরা। হাসপাতালে ডাক্তার নেই, টেস্ট ভালো হয় না- এমন নানা অজুহাত দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে ভুলিয়ে-ভালিয়ে হাসপাতালের পাশে গড়ে ওঠা নাম সর্বস্ব প্রাইভেট ক্লিনিকে ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান তারা।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, শ্যামনগর উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৩৫টি। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে লাইসেন্স নবায়ন করেনি ৩৩টি প্রতিষ্ঠান।
যা বলছে কর্তৃপক্ষ
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তরিকুল ইসলাম বলেন, নানা সংকটের মধ্যেও চিকিৎসকরা এখানে খুব কষ্ট করে সেবা চিকিৎসা দিচ্ছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালটির জন্য নতুন ভবন ও জনবল বৃদ্ধি এখন খুবই দরকার।
চার মাসেরও বেশি সময় হাসপাতালে অপারেশন না হওয়ার বিষয়ে তিনি জানান, অ্যানেস্থেসিয়া (অচেতন) চিকিৎসক কয়েক মাস যাবত অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত কোন অ্যানেস্থেসিয়া চিকিৎসক এখানে পোস্টিং দেওয়া হয়নি। এ কারণে চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে সব ধরণের অপারেশন। তবে অসুস্থতার মাঝেও তিনি (অ্যানেস্থেসিয়া চিকিৎসক) অ্যানেস্থেসিয়া দিতেন, তবে সম্প্রতি তিনি বদলি হয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, হাসপাতালটিতে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সেই তুলনায় মঞ্জুরিকৃত জনবল না থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এজন্য দ্রুততম সময়ে জনবল বৃদ্ধি করা দরকার।
শয্যা সংকটের বিষয়ে তিনি বলেন, নতুন করে ভবন তৈরি না হওয়ায় বহির্বিভাগের দোতলা ভবন চারতলা করে স্থান সংকট সমাধানের চেষ্টা চলছে। সেই ভবনের কাজ চলমান রয়েছে, ভবনটির কাজ শেষ হলে কিছুটা সংকট কমবে।
এছাড়াও দালাল চক্রের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই চিকিৎসা কর্মকর্তা।