মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার তালা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চলিসার বিলে ডেমসাখোলা যুব কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
এই ঘোড় দৌড় দেখতে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয় চলিসার বিলে।
প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার ১১টি ঘোড়া অংশগ্রহণ করে।
ঘোড় দৌড় দেখতে আসা মিল্টন বলেন, দীর্ঘদিন পর ঘোড় দৌড় দেখতে এসেছি। গ্রামাঞ্চলের হাজারো নারী-পুরুষ এই প্রতিযোগিতা উপভোগ করছেন।
খলিশখালি গ্রামের সবুজ জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। আগে কখনো ঘোড় দৌড় দেখিনি। আজ খুব ভালো লাগছে।
প্রতিযোগিতা শেষে রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ। #
৩.৬.২০২৩