ডেস্ক রিপোর্ট: ‘আলো ছড়াতে আধাঁর তাড়াতে বই গড়ি, পাঠাগার গড়ি’ এই স্লোগানে সাতক্ষীরায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী একুশে বইমেলা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রসাশক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রসাশক মইনুল ইসলাম মইন, জেলা আনসার ভিডিপির কমান্ডার মোরশেদা খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার প্রমুখ।
মেলায় ২৬টি স্টলে বইপত্র বিক্রি হচ্ছে। এর মধ্যে সিকান্দার একাডেমির স্টলে একাডেমির নিজ্স্ব বইপত্রসহ পাওয়া যাচ্ছে সাংবাদিক আনিসুর রহিম স্মারকগ্রন্থ ‘অনন্য আনিস’ ও সাংবাদিক সুভাষ চৌধুরী স্মারকগ্রন্থ ‘সুবাসিত সুভাষ’।