বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: প্রতি বছরের মতো এ বছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাকে মৌসুমী উপহার হিসেবে সুস্বাদু আম পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে আমের চালান আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় এসে পৌঁছে।
এ আমগুলো গ্রহণ করতে আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন আগরতলা বাংলাদেশ সরকারি হাই কমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব দূতাবাস প্রধান রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব আল আমিনসহ মিশনের অন্যান্য কর্মকর্তা।

সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য সুস্বাদু ৫০০ কেজি আম পাঠিয়েছেন। এ আমগুলো তারা সীমান্ত থেকে সংগ্রহ করেছেন। পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তুলে দেবেন। আম উপহার হিসেবে পাঠানোর মধ্য দিয়ে ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যে গভীর মৈত্রী সম্পর্ক রয়েছে তাকে আবার স্মরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!