দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে নির্মিত ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।