রবিবার , ১৮ জুন ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কুশুলিয়া চ্যাম্পিয়ন

প্রতিবেদক
the editors
জুন ১৮, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুশুলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে কৃষ্ণনগর ইউনিয়ন ও কুশুলিয়া ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলাটি গোলশূন্য ড্র হয়।

পরবর্তীতে টাইব্রেকারে কুশুলিয়া ইউনিয়ন ৩-১ গোলের ব্যবধানে কৃষ্ণনগরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচ সেরা হন কুশুলিয়া ইউনিয়ন দলের খেলোয়াড় হানজালা এবং দারুণ নৈপুন্য প্রদর্শন করে দলকে ফাইনালে উন্নীত করায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কৃষ্ণনগর ইউনিয়ন দলের গোলরক্ষক নাঈম।

প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন মিজানুর রহমান, সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও বাবু। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রশান্ত কুমার ব্যানার্জী প্রমুখ।

ফাইনাল খেলায় ধারা বর্ণনায় ছিলেন এম আর মোস্তাক ও ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!