ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজে র্যাগিং ও যৌন হয়রানি রোধে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস।
সমাবেশে হল সুপার ও ফরেনসিক ডিপার্টমেন্ট এর প্রধান ডা. গাজী নাসিরউদ্দিন র্যাগিং এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের ভয়াবহতা তুলে ধরে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
সমাবেশে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো: আজমল হোসেন বলেন, ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু এবং নিরাপদ রাখার জন্য ছাত্রলীগ সর্বদা বদ্ধ পরিকর। এ ব্যাপারে কলেজ প্রশাসনসহ সকলের সর্বোচ্চ সহযোগিতা এবং সচেতনতা আশা করেন তিনি।
সমাবেশে ফার্মাকোলজি বিভাগের ডা. আলমগীর আজম, প্যাথলোজি বিভাগের ডা. শাহরিয়ার মামুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।