ডেস্ক রিপোর্ট: বর্ণিল আয়োজনে সাতক্ষীরার প্রথম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পিএন হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলার প্রথম পর্ব শেষ হয়েছে।
এই আয়োজনকে ঘিরে শনিবার সকাল থেকে প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্কুল চত্বর। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তৈরী হয় আবেগঘন পরিবেশ। সকাল থেকে চলে আড্ডা, স্মৃতিচারণ। শহরে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে ফিরে আসে।
পরে শুরু হয় স্মৃতিচারণ পর্ব। এসময় নানা গল্পে স্মৃতি রোমন্থন করেন প্রাক্তন ছাত্ররা।
এদিকে, এই আয়োজনের শেষ পর্বে দেশ-বিদেশের জনপ্রিয় সংঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে সন্ধ্যায় মঞ্চস্থ হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রসঙ্গত, ১৮৬২ সালে স্থাপিত সাতক্ষীরা পিএন হাইস্কুল এ বছর ১৬২ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে মিলন মেলার আয়োজন করে প্রাক্তন ছাত্ররা। আয়োজনে অংশ নেন ১২০০ সাবেক ও বর্তমান শিক্ষার্থী।