বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জাতীয় পতাকা উত্তোলন দিবস ২ মার্চ

প্রতিবেদক
the editors
মার্চ ২, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ

তারিক ইসলাম: জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের গুরুত্বপূর্ণ প্রতীক। পতাকা মানেই একটি স্বাধীন জাতি, একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল দেশের ‘পতাকা’ উত্তোলন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায় বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। এজন্য ২ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে বিবেচিত হয়ে আসছে।

একাত্তরের অগ্নিঝরা মার্চের এই দিনে উত্তোলন করা হয়েছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রখচিত পতাকা। সেদিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সাড়া দিয়েছিলেন আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে।

পরের দিন ৩ মার্চ পল্টনের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা মোহাম্মদ শাজাহান সিরাজ।

বিদেশের মাটিতে সর্বপ্রথম অর্থাৎ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল। ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীনতার পর পতাকা থেকে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ ও রঙ নির্ধারণ করে এর পরিমার্জন করা হয়, যা আজ বাংলাদেশের জাতীয় পতাকা। সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে লাল বৃত্ত, বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আন্তঃজেলা সাইক্লিং প্রতিযোগিতায় সাতক্ষীরা চ্যাম্পিয়ন

ভেতরে ভেতরে ষড়যন্ত্রের খবর পাচ্ছি: ওবায়দুল কাদের

বুড়িগোয়ালিনীতে কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় জনতা ব্যাং‌কের উ‌দ্যো‌গে অসহায় ও দুস্থ‌দের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ

দেবহাটায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে ১৩২ জন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ

সাইনবোর্ড এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট প্রকট

কয়রায় সাম্প্রদায়িক সম্প্রীতি: যুব সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময়

নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামবেন বিজিবির ৪৭ হাজার সদস্য

error: Content is protected !!