মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার আশাশুনিতে আপন নানার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ অভিযোগে মঙ্গলবার (১১ জুলাই) সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নানা, আশাশুনি উপজেলার হাজীডাঙ্গা গ্রামের মৃত আছিরুদ্দীন সরদারের ছেলে মোঃ আবুল হাশেম সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নাতনী এক সন্তানের জননী ওই গৃহবধূ।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম.জি আযম মামলাটি পর্যালোচনা ও ভিকটিমের জবানবন্দি গ্রহণ করে সাতক্ষীরা সিআইডিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী প্রদীপ কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, হাজীডাঙ্গা গ্রামের মৃত আছিরুদ্দীন সরদারের ছেলে মোঃ আবুল হাশেম সরদার ও তার নাত জামাইয়ের বাড়ি একই জায়গায়। তিনি প্রায় তার নাতনীকে কু-প্রস্তাব দিতেন। এক পর্যায়ে তার নাতনী বিষয়টি স্বামীকে জানায়। বিষয়টি অবগত হয়ে নাত জামাই নানা শ^শুর মোঃ আবুল হাশেম সরদারকে তার নাতনীকে কু-প্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলতে নিষেধ করেন। তারপরও নাত জামাই ব্যবসার কাজে রাত করে বাড়ি ফেরার সুযোগে গত ২ জুলাই রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার পথে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আবুল হাশেম সরদার। এসময় ভিকটিম ধর্ষণের চেষ্টায় বাধা দিলে আবুল হাশেম সরদার তাকে আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হয়। এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আবুল হাশেম সরদার পালিয়ে যায়।