বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে সিসিডিবির এনগেজ প্রকল্পের আওতায় সাংবাদিক ও নারী সদস্যদের অংশগ্রহণে মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি)।
আলোচনায় অংশ নেন, দেশটিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, সিনিয়র সহ-সভাপতি আনিছ সুমন, আফজালুল হক, সুন্দরবন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, উপকূলীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, সদস্য উৎপল কুমার মন্ডল, সিসিডিবির প্রবীর দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের নারী সদস্য অর্পণা মল্লিক প্রমুখ।
এতে অ্যাডভোকেসি, সহিংসতার কারণ ও প্রতিরোধে করণীয়, নারীর ক্ষমতায়নে অ্যাডভোকেসি পরিকল্পনা প্রণয়ন, নারী অধিকার, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।