সাতক্ষীরা জেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের সভা এবং প্রয়াত খেলোয়াড় সাইফুল্লাহ খান ও আবু দাউদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাতক্ষীরা ডিএফএ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সোনালী অতীত ফুটবল ক্লাবের আহবায়ক রেজয়ান খান মুন্নার সভাপতিত্বে সভায় প্রাক্তন স্বনামধন্য খেলোয়াড় প্রয়াত সাইফুল্লাহ খান ও আবু দাউদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ডিএফএর প্রাক্তন সভাপতি সিরাজুল ইসলাম খান, ইকবাল কবির খান, কিরন্ময় সরকার, মাধব চন্দ্র দত্ত, মমিনুল ইসলাম কচি, জিয়াউল হক, সাম্মু, বাবর আলী, মাসুদ মাহমুদ, মাহাবুবুর রহমান প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন খেলোয়াড় কাজী হেলাল উদ্দীন।
সভায় ভারত থেকে প্রাক্তন খেলোয়াড়দের একটি টিম প্রদর্শনী ফুটবল খেলতে আগ্রহ প্রকাশ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামী সেপ্টেম্বরের শেষে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বিভিন্ন সাবকমিটি গঠন করা হয়। সভা পরিচালনা করেন সদস্যসচিব মাধব চন্দ্র দত্ত। প্রেস বিজ্ঞপ্তি