রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রতিবেদক
admin
জুলাই ১৬, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক: একমাত্র টেস্ট দিয়ে আফগানদের বিপক্ষে এবারের লড়াইটা ছিল বাংলাদেশের জন্য দুর্দান্ত। ইতিহাস গড়া সেই জয়ের পর ওয়ানডে সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে হেরে যায়। তবে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাট এক বদলে যাওয়া বাংলাদেশকে দেখছে। ৭ ম্যাচে তার জিতেছে ৬টিতে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ক্ষত ভুলতে এখন সাকিব আল হাসানদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জয়। তাই তো আজও (রোববার) জয়ের বিকল্প নেই টাইগারদের।

সিরিজটি শুরুর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৯ দেখায় মাত্র ৩টি ম্যাচ জিতেছিল। শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচ জিতে এবার তারা সেই সংখ্যাকে চারে নিয়ে গেছে। একইসঙ্গে জাগিয়েছে প্রথমবারের মতো রশিদ খানদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সম্ভাবনা।

শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে অবশ্য কিছুটা কৌতুহল কাজ করছে ভক্ত-সমর্থকদের মনে। তবে সাধারণত ম্যাচ জয়ের পরবর্তী ম্যাচে একাদশে খুবই কম পরিবর্তন দেখা যায়। সেক্ষেত্রে একাদশে একটি পরিবর্তন হলেও হতে পারে। স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে ফিরতে পারেন ব্যাটার আফিফ হোসেন।

কেননা শেষ ম্যাচে দ্রুত কিছু উইকেট হারালে ম্যাচে জয় পেতে কষ্ট হয়ে যায় স্বাগতিকদের। ফলে ব্যাটিং গভীরতা বাড়াতে হয়তো একাদশে আফিফকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!