বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ফিফা র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের

প্রতিবেদক
admin
জুলাই ২০, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক: সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

সেমিফাইনালে কুয়েতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে অকস্মাৎ এক গোল হজম করে স্বপ্ন ভাঙে জামাল ভূঁইয়াদের।

তবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার ফিফা র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৯২ থেকে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আজ (বৃহস্পতিবার) হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা।

দীর্ঘ সময় বাংলাদেশ ১৯২ র‌্যাংকিংয়ে আটকে ছিল। উন্নতি হচ্ছিল না কিছুতেই, বরং বাজে পারফরম্যান্সে আরও অবনমনের আশঙ্কা জেগেছিল এক সময়।

তবে সাম্প্রতিক সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফে চোখ ধাঁধানো খেলা উপহার দিয়েছে। ফলে ৮ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

আগের রেটিং পয়েন্ট ছিল ৮৮৪। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯২.৪৪।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!