স্পোর্টস ডেস্ক: র্যাংকিংয়ে ইতালির চেয়ে ১২ ধাপ পিছিয়ে আর্জেন্টিনার নারী দল। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণভাবেই চেপে ধরেছিল ইতালিকে।
কিন্তু ছন্দপতন হলো শেষ মুহূর্তে গিয়ে। তাই হতাশায় বিশ্বকাপ শুরু হলো তাদের। নিউজিল্যান্ডের ইডেন পার্কে রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় ইতালি।
বিশ্বকাপে জয় এখনো অধরাই থাকল আর্জেন্টিনার জন্য। এর আগে তিন আসর খেলে একটিতেও জয়ের দেখা পায়নি তারা। এবার একই খোঁজে এলেও, প্রথম ম্যাচেই ধরা দিল হৃদয় ভাঙা হার। ৮৭ মিনিট পর্যন্ত ইতালিকে গোলহীন রাখলেও দিনশেষে মুখে হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। যদিও ইতালি দুইবার গোলের দেখা পেয়েছিল, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেগুলো।
তবে ৮৭ মিনিটে কেউ আটকাতে পারেনি লা আজ্জুরেদের। বাঁ প্রান্ত থেকে লিসা বোয়াত্তিনের ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে জয়সূচক গোলটি করেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ক্রিস্তিয়ানা গিরেল্লি। এর চার মিনিট আগেই বদলি হিসেবে মাঠে নামেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। যার বদলে নামেন সেই গিউলিয়া দ্রাগোনির বয়স কেবল ১৬ বছর। এই বয়সেই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেন এই মিডফিল্ডার।
গোল হজম করার পর ইনজুরি সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ২৫ গজ দূর থেকে নেওয়া সেই ফ্রি-কিক ঠেকিয়ে দেন ইতালি গোলরক্ষক। এরপর আর কোনো বিপদ আসতে দেননি তিনি।
বিশ্বকাপে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আগামী ২৮ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর পরের দিন সুইডেনের মুখোমুখি হবে ইতালি। এদিকে, আর্জেন্টিনার মতো ব্রাজিলও আজ খেলতে নামবে আসরে নিজেদের প্রথম ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ পানামা।