এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের নওয়াবেঁকী বাজারের মধ্যেভাবে মরে যাওয়া একটি বড় রেইন ট্রি গাছ অপসারণের কয়েক ঘণ্টার মধ্যেই জায়গাটি দখল হয়ে গেছে।
জানা গেছে, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে দীর্ঘ দিন মরে পড়ে থাকা গাছটি অপসারণ কার্যক্রম শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই জায়গায় ঘর তৈরির জন্য বাশসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে হাজির হন বিড়ালাক্ষী এলাকার মোঃ হাসান নামের এক ব্যক্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, শুক্রবার শনিবার সরকারি অফিস বন্ধ থাকে। বন্ধের দিনে সেখানে ঘর তৈরির পরিকল্পনায় আছেন ওই ব্যক্তি।
এ বিষয়ে হাসান নামের ঐ ব্যক্তি বলেন, জায়গাটি তার, এ সংক্রান্ত কাগজও রয়েছে।
শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে আটুলিয়া ইউনিয়নের তফসিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
পরবর্তীতে আটুলিয়া ইউনিয়নের তহসিলদার মোঃ মোসারাফ হোসেন ঘটনাস্থলে পৌছে ওইসব সরঞ্জাম উচ্ছেদ করেন।