https://theeditors.net/
মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের ভগ্নদশা, দুর্ঘটনার শংকা!

প্রতিবেদক
the editors
মার্চ ৭, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ

আলী আজীম, মোংলা (বা‌গেরহাট): ‌দুই লক্ষা‌ধিক মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের ল‌ক্ষ্যে ১৯৯৮ সা‌লে প্র‌তি‌ষ্ঠিত হয় মোংলা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স‌। এরপর আর কোন সংস্কারমূলক কাজ না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন জরার্জীণ হয়ে পড়েছে। অবস্থা এমনই যে, যেকোনো সময় ভবন ধ্বসে ঘ‌টতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ভীতিকর পরিস্থিতির মধ্যেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন মানুষ।

স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখা যায়, মূল ভবন দু‌টি বেহাল হয়ে পড়েছে। ভবন দু‌টি যে কলাম গু‌লির উপর ভর ক‌রে দা‌ড়ি‌য়ে আ‌ছে, তার প্র‌ত্যেক‌টি‌তেই দেখা দি‌য়ে‌ছে ব‌ড় ব‌ড় ফাটল। সেখান থে‌কে খ‌সে পড়‌ছে কং‌ক্রিটের চাক। দেয়ালগু‌লোরও অবস্থা একই। কং‌ক্রিট উ‌ঠে গি‌য়ে বে‌রি‌য়ে প‌ড়ে‌ছে এর ভেত‌রের ইট। কোথাও আবার দেয়াল ‌ভে‌ঙ্গে বে‌রি‌য়ে এ‌সে‌ছে ভেত‌রের পয়ঃনিষ্কাশ‌নের পাইপগু‌লি। পয়ঃ নিষ্কাশ‌নের পাইপগু‌লো ভে‌ঙ্গে যাওয়ায় হাসপাতা‌লের উন্মুক্ত স্থা‌নে ছ‌ড়ি‌য়ে পড়‌ছে বর্জ্য। যা হাসপাতাল‌টির প‌রি‌বেশও দূ‌ষিত ক‌রে চ‌লে‌ছে দি‌নের পর দিন। হাসপাতাল‌টি‌তে প্র‌বেশের সময় উপ‌রে তাকা‌লে দেখা যায়, বড় এক চাক কং‌ক্রিট উপর থে‌কে খ‌সে নি‌চে প‌ড়ে‌ছে ক‌’দিন হ‌লো। বে‌রি‌য়ে এ‌সে‌ছে উপ‌রের তলার ম‌রিচা ধরা লোহার রডগু‌লি। যা দুর্ঘটনার পূর্বাভাস জানান দি‌চ্ছে। দোতালায় গি‌য়ে অপা‌রেশন থি‌য়েটা‌রের পা‌শে দেখা যায় অপর এক ভয়ানক চি‌ত্র। নি‌চে রোগীদের শয্যা আর সেই শয্যাগু‌লির উপ‌রের সি‌লিং এর দুই-তৃ‌তীয়াংশ জায়গার কং‌ক্রিট খ‌সে পড়ে নি‌চে ক‌য়েক‌টি শয্যার উপরে প‌ড়ে‌‌ছি‌লো।
হাসপাতাল সূত্রে জানা যায়, সে সময় কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। কারণ পূ‌র্বেই ফাটল দেখ‌তে পে‌য়ে রোগী‌দের সেখান থে‌কে স‌রি‌য়ে নেয়া হ‌য়ে‌ছি‌লো অন্যত্র।

হাসপাতা‌লটির ব‌হি‌র্বিভা‌গে স্ত্রী‌কে ডাক্তার দেখা‌তে এ‌সে‌ছি‌লেন রুস্তম শেখ। তি‌নি ব‌লেন, উপ‌জেলার একমাত্র চিকিৎসা কেন্দ্র, কিন্তু অবকাঠা‌মগত অবস্থা দে‌খে ভয় লা‌গে, কখন কি হয়। এখনও য‌দি এ বিষয়‌টি নি‌য়ে কোন চিন্তা ভাবনা না করে, তাহ‌লে কে কখন দুর্ঘটনার শিকার হ‌বে বলা যায় না।

হাসপাতা‌লে ভ‌র্তি হওয়া মো‌ড়েলগ‌ঞ্জের আ‌মরবু‌নিয়ার ওবায়দুল হাওলাদা‌র ব‌লেন তার অ‌ভিজ্ঞতার কথা। গত র‌বিবার তি‌নি ভাঙ্গা পা নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হন। তার স্ত্রী অ‌নেক অনুরোধ করার পরও তি‌নি তার স্বামীর জন্য এক‌টি বেডের ব্যবস্থা কর‌তে পা‌রেন‌নি। কারণ হি‌সে‌বে তি‌নি নার্স‌দের কাছ থে‌কে জা‌নতে পা‌রেন, যতগু‌লি বেড র‌য়ে‌ছে তার সবগু‌লোই আ‌গে থে‌কে বরাদ্দ হ‌য়ে আ‌ছে। তি‌নি ব‌লেন, শুধু তি‌নিই নন, তার মতো আ‌রো ৮-১০ জনও ‌বেড না পে‌য়ে ফ্লো‌রে বিছানা করে ছি‌লেন।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহীন ব‌লেন, হাসপাতাল‌টির বর্তমান অবস্থা খুবই ভয়ংকর। প্র‌তি‌টি কলা‌ম, দেয়া‌ল এবং ছা‌দে ফাটল দেখা দি‌য়ে‌ছে। ফাটলগু‌লি থে‌কে মা‌ঝে ম‌ধ্যে কং‌ক্রিকের চাক খসে পড়ছে। উপর থে‌কে কং‌ক্রিটের কোন চাক য‌দি রোগীর গা‌য়ে খ‌সে প‌ড়ে, তখন সেখা‌নে ঘ‌টে যে‌তে পা‌রে চরম দুর্ঘটনা। সব‌চে‌য়ে ব‌ড় ভয় বছর জু‌ড়ে উপকূলীয় এ অঞ্চ‌লে ঝড় জ‌লোচ্ছ্বাস লে‌গেই থা‌কে। ভবন‌টি দিন দিন দুর্বল হ‌য়ে পড়ায় এ নি‌য়ে ভী‌তি কাজ ক‌রছে এখা‌নে চি‌কিৎসা নি‌তে আসা রোগী‌দের মধ্যেও। যার কার‌ণে হাসপাতাল কর্তৃপক্ষের ভাবমূ‌র্তি নষ্ট হ‌চ্ছে।

‌তি‌নি আ‌রো ব‌লেন, হাসপাতাল‌টির সেবার মান ভা‌লো। প্র‌তি‌দিন ব‌হি‌র্বিভা‌গে গ‌ড়ে ৩৫০ জন রোগী চি‌কিৎসা নি‌তে আ‌সেন। এছাড়া সব সময় রোগীর চাপ একটু বেশীই থা‌কে। হাসপাতাল‌টি কাগ‌জে কল‌মে ৫০ শয্যা বি‌শিষ্ট হলেও গ‌ড়ে ৬৫ জ‌নের মত রোগী সব সময় ভ‌র্তি থা‌কেন। একে ভগ্নপ্রায় হাসপাতাল ভবন, তার উপ‌রে অতিরিক্ত ভ‌র্তি রোগীর চাপ সামলাতে গি‌য়ে হাসপাতালের চিকিৎসক, সেবিকাসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা হিমশিম খাচ্ছে।

 

সর্বশেষ - জাতীয়