কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কমলেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বর্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ সালাম, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দিন প্রমুখ।