উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য দেবাশীষ গাইন ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য নিপা চক্রবর্তীর বিরুদ্ধে সভা ডেকে অনাস্থা প্রকাশ করেছেন এলাকাবাসী।
বুধবার (২ আগস্ট) রাতে ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে জেলেখালী বাজারে জরুরি সভাযর আয়োজন করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল কাগুজি। এই সভায় উপস্থিত ছিলেন, তারক চন্দ্র মন্ডল, প্রভাস মিস্ত্রি, বিকাশ রঞ্জন রপ্তান, তাপস মন্ডল, নির্মল মন্ডল, চন্দন মিস্ত্রি, জীবিতেষ গায়েন, আব্দুল্লাহ আল মাসুদ, মোস্তাক আহমেদ, সাইফুল ইসলাম, রঞ্জন রপ্তান, শ্যামল মিস্ত্রি, মনোরঞ্জন গায়েনসহ স্থানীয় শতাধিক মানুষ।
এসময় তারা বলেন, ৩নং ওয়ার্ডে দৃশ্যমান অনেক কাজ করেছেন বর্তমান চেয়ারম্যান। দীর্ঘদিনের গোলমাল মীমাংসা করে রাস্তা তৈরি করা, খাল খননসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে ওয়ার্ডবাসীকে উজ্জীবিত করেছেন চেয়ারম্যান অসীম মৃধা।
একই সাথে তারা মহিলা সদস্য নিপা চক্রবর্তীর উদ্দেশ্যে বলেন, উনিতো এলাকায় আসেন না, উনি তো থাকেন ফেসবুকে।
সভায় চেয়ারম্যান অসীম মৃধার নামে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এসময় উপস্থিত সকলে দেবাশীষ গায়েন ও নিপা চক্রবর্তীর প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।