শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জুতার মধ্যে করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা: ৫টি বারসহ চোরাকারকারী আটক

প্রতিবেদক
the editors
আগস্ট ৪, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: জুতার মধ্যে করে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ মোঃ মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ মোস্তাফিজুর রহমান ওই এলাকার মোঃ শাহাদৎ হোসেনের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭/৭০-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া নামক এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এসময় সেখান থেকে মোঃ মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশির এক পর্যায়ে ডান পায়ের জুতার ভিতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৫টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লক্ষ ৩৭ হাজার ৬৮২ টাকা।

গ্রেফতার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!