গাজী মাহিদা মিজান: আবারও বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা থেকে বেড়ে শুত্রুবার (১১ আগস্ট) বাজারে ৫২ টাকা দরে বিক্রি হয়েছে। যেখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ টাকা।
অপরদিকে, রসুনের দাম ডাবল সেঞ্চুরি ছুয়েছে।
শুক্রবার সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় রসুন ২০০ টাকা, চায়না রসুন ২২০ টাকা ও দেশি রসুন ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সুলতানপুর বড় বাজারে আসা ক্রেতা আজিজুর রহমান জানান, পেঁয়াজের দাম কেজিতে ১৭ টাকা বেড়েছে। এছাড়া গত ঈদের আগেও যে রসুন ৯০ টাকা কেজি ছিল, এখন তা ২০০ টাকায়ও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মাত্র দেড় মাসের ব্যবধানে রসুনের দাম কেজিতে ১১০ টাকা বেড়েছে। বাজারের যাচ্ছে-তাই অবস্থা। যা আয় তা দিয়ে চলা খুবই কঠিন হয়ে পড়েছে।