শুক্রবার , ১১ আগস্ট ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন শিব পদ সরকার?

প্রতিবেদক
the editors
আগস্ট ১১, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ

ইলিয়াস হোসেন, তালা: ‘কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবো? বর্তমানে খেয়ে পরে বেঁচে থাকার জন্য শুধু একটা বয়স্ক ভাতার কার্ড চাই।’ একটা কার্ড আমাকে বাঁচাতে পারে এই কথাগুলো কান্না ভরা কণ্ঠে বললেন বৃদ্ধ শিব পদ সরকার।

তিনি সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের জাতপুর গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে।

৭ ছেলে-মেয়ে নিয়ে তার সংসার। স্ত্রী মারা গেছে ৫/৬ বছর আগেই। বর্তমানে চলাফেরা করতে পারে না তিনি। মাথাও অনেকটা বিগড়ে গেছে। আয়েরও কোন পথ নেই। ছেলেদের পৃথক সংসার। বিধবা দুই বোনকে নিয়ে তিনি এক পরিবারে থাকেন।

এক সময়ে নিজ জমির পাশাপাশি অন্যের জমিতে কাজ করে ও ঝুঁড়িডালা বুনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বয়সের ভারে অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন তিনি। তাই অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন কাটে এই বৃদ্ধের। অথচ এখনও তার কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। বেঁচে থাকার জন্য তিনি একটি কার্ড চান।

তবে বেশ কয়েক বছর তার জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গেছে বলে জানান তিনি।

বৃদ্ধ শিবপদ সরকারের সংসারে থাকা বিধবা বোন কৌশলী সরকার বলেন, দাদার বয়স একশ’ পার হয়ে গেছে। মাথাও ঠিক নেই। বসে বসে ভুল বকাবকি করে। তার কিছু জমি ছিল তাই দিয়ে সংসার চলতো। জমাজমি ছেলে-মেয়েদের দিয়ে এখন তিনি প্রায় নিঃস্ব। বর্তমানে একটা বয়স্ক ভাতার কার্ড হলে দাদার সাথে আমরা বিধবা দু’বোনও কোন রকম তিনবেলা খেয়ে পরে বাঁচতে পারতাম।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান গোলদার জানান, শিবপদ সরকারের ছেলে বয়স্ক ভাতা পান।

তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, ঐ বৃদ্ধ হয়তো আবেদন করেন নি। তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আছেন।

এ বিষয়ে তালা উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন কোন মন্তব্য করতে রাজি হননি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফিলিপস-মিচেলের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডের জয়

যাবজ্জীবন সাজার ২০ বছর পর গ্রেফতার হলেন কলারোয়ার সাজ্জাত কবির মজুমদার

খোলপেটুয়ার সেই দেলোয়ারের বিরুদ্ধে এবার সহকর্মীর ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

অভিনেত্রী পূজার সঙ্গে জায়েদ খান, দিলেন নতুন চমক

বজ্রপাত নিরোধকল্পে সাতক্ষীরায় ১০ হাজার তালের চারা রোপণের উদ্যোগ

বিনা পাশে সুন্দরবনে প্রবেশ, ৩ জেলে আটক

আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির পাঠচক্র‍

ঝিনাইদহ-১ আসনের এমপি পদ হাইকোর্টে স্থগিত

পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রির ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

error: Content is protected !!